ফেসবুক আইডি হ্যাক হওয়ার মূল কারন আপনি নিজেই।তাছাড়া কোন হ্যাকারের ক্ষমতা নেই আপনার ফেসবুক আইডি হ্যাক করে। তো চলুন আজ জানি কি ভাবে আপনার আইডি হ্যাক হওয়ার মূল কারন আপনি নিজেই হতে পারেন।
আইডি হ্যাকের কতিপয় কিছু কারনঃ
- আপনারা অনেকেই আছেন যারা আপনার কোন বন্ধুর ফোনে বা কম্পিউটার থেকে ফেসবুক ব্রাউজ করেন। যখন লগিন করেন তখন ব্রাউজার টি আপনার কাছ থেকে আপনার User Name ও Password Save করে রাখার জন্য পার্মিশন চায়।তখন যদি আপনি yes বাটনে চাপ দেন তাহলে আপনার Password সেই ব্রাজারে সেভ হয়ে যাবে।আর তখন আপনার বন্ধু ইচ্ছা করলেই আপনার Account এ Login করে Password টা চেঞ্জ করে আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে।
- মনে করলাম আপনি আপনার বন্ধুর মোবাইলে অথবা কম্পিউটারে ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করার সময় password save permission চাওয়ার সময় No চাপলেন।কিন্তু Logout করতে ভুলে গেলেন।তাতেও আপনার Account হ্যাক করা যাবে।
- মনে করলাম আপনি No চাপলেন এবং Logout ও করলেন।তাহলে কি আপনার Account হ্যাক করা যাবেনা? অবশ্যই যাবে।এ ক্ষেত্রে আপনাকে উক্ত ব্রাউজারের সকল History এবং Cookies ডিলেট করে দিতে হবে।তা নাহলে যদি ভালমানের কোন হ্যাকার হয় তাহলে আপনার cookies সংগ্রহ করে সেখান থেকে সে আপনার Username এবং password ক্র্যাক করে বের করতে পারবে।
- ফেসবুক হ্যাকিং ভাল ও অন্যতম মাধ্যম হলো ফিসিং সাইট।হ্যাকার একটা ফিসিং সাইট তৈরি করে আপনার একাউন্টে একটা লিঙ্ক দিয়ে দিল।আপনি বোকার মত সেই লিঙ্কে ক্লিক করলেন।আর আপনার এই ছোট একটা ভুলের কারনে আপনার Username ও Password হ্যাকারের বিছানো জালের সাহ্যায্যে mail এর মাদ্ধ্যমে হ্যাকেরর কাছে পৌছে যাবে।সুতরাং কোন সন্দেহ জনক লিংকে ক্লিক করা যাবে না। আর হ্যা ফিসিং সাইট গুলো এরকম হবে যে তাতে ক্লিক করলে দেখবেন হুবহু ফেসবুকের মতই একটা পেজ Open হবে।আর সেখানে যদি আপনি Login করেন তো তাহলে আপনার সাধের একাউন্ট শেষ।এই ভুল টা কেউ যদি ভুলেও করে ফেলেন তবে সাথে সাথে আপনার Password Change করে ফেলবেন।
দেখতে এখানে ক্লিক করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন