Instagram Shots

সোমবার, ১৩ জুলাই, ২০১৫

How To 100% Secure Facebook Account From Hacked

প্রিয় পাঠক বন্ধুরা আসসালামু আলাইকুম।
আপনারা ফেসবুক চালান না এমন কাউকে খুজে পাওইয়া অনেক কঠিন।আর আমার আজকের পোষ্ট ফেসবুক নিয়েই।
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ফেসবুক।কিন্তু সেই ফেসবুক আইডি চালাতে আমাদের অনেক সময় হ্যাকার দের কবলে পরতে হয়।এমন কি আমাদের অনেক সাধের আইডি টা চিরতরে হারায়ে ফেলতে হয়। তার কারণে পরতে হয় নানান সমস্যায়।তাই বলে কি আমরা ফেসবুক চালাবো না? তা কি করে হয়? আপনার আইডি যাতে হ্যাকারদের হাত থেকে ১০০% সেফ থাকে তার একটা পদ্ধতি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম।
আপনারা অনেকেই অলরেডি বুঝতে পেরেছেন আমি আজ কি শিখাতে যাচ্ছি।অনেকে এই পদ্ধতি তা জানতেও পারেন।আর যারা জানেনা তাদের জন্য আমার এই পোষ্ট।আপনার ইউজার নাম আর পাসওয়ার্ড কেউ জেনে গেলেও আপনার ফেসবুক একাউন্টে লগিন করতে পারবেনা।কি বিশ্বাস হয়? না হলেও একটু পর বিশ্বাস হবে।আর এই পদ্ধতি অবলম্বন করলে আপনার একাউন্ট থাকবে ১০০% নিরাপদ।
আচ্ছা বক বক না করে কাজের কথা আসি।

চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার ফেসবুক একাউন্টে Login করে নিন।
step-1:  প্রথমে 1 নম্বর অপশনে Click করুন। তার পর 2 নম্বর অপশন Setting এ ক্লিক করুন।







step-2: এবার 3 নম্বর অপশন Security তে click করুন। 4 নম্বরে Login approvals এ Click করুন।

Step-3: এবার 5 নম্বর এ ফাকা ঘরটি টিক দিন।













Step-4: এবার 6 নং এ Get Started এ Click করুন।








Step-5: এবার 7 নং এ  Continue এ click করুন।






Step-6: 8 নং এ আপনার Country name  অথবা Country coad Select করুন।বাংলাদেশের Country Coad"+880" তাই আমি Bangladesh(+880)Select করেছি। 9 নং এ 0 ব্যাতিত আপনার মোবাইল নাম্বারটি বসান। এবার 10 নং এ Continue এ ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।একটু পরই আপনার মোবাইলে Facebook থেকে একটা কোড চলে আসবে। তা কপি করুন।অথাবা মনে করে রাখুন।









Step-7:  এবার আপনার কপি করা বা মনে করে রাখা ফেসবুক কোডটি 11 নম্বর Option  এ এই ফাকা ঘরটাতে বসান।কোড টা সঠিক ভাবে বসাইতে পারলে নিচের এই "It worked!" এই লেখটি আসবে। এবার 12 নম্বর Option "Continue" এ Click করেন।









Step-8: এবার 13 নম্বর এ ফাকা ঘরে একটা টিক দিয়ে 14 নম্বরে Close এ ক্লিক করলেই আপনার কাজ শেষ।




আপনার ফেসবুক একাউন্ট হয়ে গেল ১০০% নিরাপদ।এখন বন্ধুদের সাথে আপনার আইডি পাসওয়ার্ড শেয়ার করে মজা করেন।কোন প্রবলেম নাই।আপনি যখনি আপনার ফেসবুক একাউন্টে লগিন করতে যাবেন তখনি আপনার মোবাইল নম্বরে একটা পিন কোড যাবে সেইটা পিন কোড অপশনে বসিয়ে দিলেই আপনার একাউন্টে লগিন হয়ে গেল।এখন বিনা চিন্তায় আপনার ফেসবুক একাউন্ট চালান।
[বিঃদ্রঃ যতবার আপনার একাউন্টে লগিন করবেন কখনই ব্রাউজার কে পাসওয়ার্ড সেভ করে রাখার অনুমতি দিবেন না।সবসময় আপনার ব্রাউজারে History,Cookies গুলা clean করবেন]
আর লিখতে ইচ্ছা করছেনা।ধন্যাবাদ সবাইকে ভাল থাকবেন। আর আমি যেহেতু লেখা লেখিতে নতুন সেহেতু কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ফেসবুকে আমি
ফেসবুক পেজ
ফেসবুক গ্রুপ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন