Instagram Shots

শনিবার, ৮ আগস্ট, ২০১৫

What is Ip?- Bangla Tutorials about Ip-besic part-1

IP Address কি?









Ip Address কি এবং তার খুটিনাটিঃ
আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তা অনেকেই IP Address সম্পর্কে জানেন। আবার অনেকেই IP Adress বলতে যে কিছু একটা আছে তাই জানেনা।যারা জানেনা বা হালকা পাতলা জানেন।আজকের পোষ্টটা তাদের জন্য।

Internet Protocol(IP) Address হলো একটি সংখ্যা বিশেষ যা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি Device এর জন্য নির্ধারিত।প্রতিটি IP Address হলো Unique, আপনি যখন একটি নির্দিষ্ট IP Address ব্যাবহার করছেন তখন আর সেটা অন্যকেউ ব্যাবহার করার সম্ভবনা নেই। IP Address দিয়ে Network ব্যাবহারকারীকে সনাক্ত করা যায়। আপনি যে
Internet ServiceProvider এর কাছ থেকে Internet সেবা পাচ্ছেন তারা এই IP Address এর মাদ্ধ্যমে আপনাকে আলাদা ভাবে সনাক্ত করতে পারবে। IP Address গুলো দেখতে ঠিক এরকমইঃ10.1.2.102 or 102.106.105.212 or 10.76.80.106 etc. আপনার IP Address কি ভাবে বের করবেন তার জন্য পরে ধারাবাহি ভাবে পোষ্ট করা হবে।আজ এ পর্যন্তই।ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন