Instagram Shots

সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

How To Remove Shortcut Virus In Your Pc And Pendrive

আমরা অনেকেই ইদানিং শর্টকাট ভাইরাসের
জ্বালাতনে অতিষ্ঠ। অনেকেই পোস্ট করেন
এটি রিমুভের বিষয়ে। এটা আসলে কোন ভাইরাস
নয়, এটা একটি "VBS Script"।
শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভের জন্য
আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
অনাক্রান্ত কম্পিউটারের জন্য:
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of
seconds: এ 1 দিয়ে APPLY করুন।
এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর
আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটারের জন্য:
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT
+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো
স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of
seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস
মুক্ত। এবার অন্য কারো পেনড্রাইভের শর্টকাট
ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত পেনড্রাইভের জন্য:
১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে
সংযুক্ত করুন।
২. এবার cmd তে যান।
৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে
ইন্টার দিন। (যেমন: I:)
৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
৫. কোডঃ attrib -s -h /s /d *.*
৬. ইন্টার কী চাপুন।
৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার
ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে
পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস
মুক্ত।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

হ্যাকার্সদের জন্য যেসব মুভি দেখা প্রয়োজন

আসসালামুয়ালাইকুম।
Online It Solution In BD এর পক্ষ থেকে আপনাদের স্বগতম।

Ghost in the shell(1995)আপনাদের মন মত সকল প্রকার পোষ্ট নিয়ে লেখালেখি করার চেষ্টা করছি যা আপনাদের একটু হলেও উপকারে আসবে।
আজকের পোষ্ট হ্যাকার দের নিয়ে।যারা নিজেকে হ্যাকার হিসাবে গড়ে তুলতে চান নিচের মুভি গুলো তাদের জন্য অবশ্যই উপকারে আসবে।মুভি গুলো দেখে কেমন লাগলো সে সম্পর্কে শেয়ার করতে ভুলবেন না।তাহলে চলুন আজ থেকেই শুরু করে দেন বিনোদোন।
নীচে মুভি লিষ্ট গুলা দেওয়া হলো।
*TRON (1982)
*THE GIRL WITH THE DRAGON TATTOO (2009)
*WARGAMES (1983)
*DIE HARD4:LIVE FREE OR DIE HARD (2007)
*SNEAKERS (1992)
*THE MATRIX (1999)
*EXISTENZ (1999)
*THECONVERSATION (1974)
*THE SCORE (2001)
*FOOLPROOF (2003)
*HACKER (1995)
*ANTITRUST(2001)
*PIRATES OFSILICONVALLEY(1999)
*THE LAWNMOWER MAN (1992)
*THE CORE (2003)
*VIRTUOSITY (1995)
*TAKEDOWN (2000)
*DEJA VU (2006)
*ONE POINT O (2004)
*REVOLUTION OS(2001)
*THE NET (1995)
*TRON : LEGACY (2010)
*THE ITALIAN JOB (2003)
*DISCLOSURE (1994)
*JURASSICPARK(1993)
*SWORDFISH (2001)
*THE THIRTEENTH FLOOR(1999)
*UNTRACEABLE(2008)
*GAMER (2009)
 *Ghost in the Shell (1995)
 

শনিবার, ৮ আগস্ট, ২০১৫

What is Ip?- Bangla Tutorials about Ip-besic part-1

IP Address কি?









Ip Address কি এবং তার খুটিনাটিঃ
আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তা অনেকেই IP Address সম্পর্কে জানেন। আবার অনেকেই IP Adress বলতে যে কিছু একটা আছে তাই জানেনা।যারা জানেনা বা হালকা পাতলা জানেন।আজকের পোষ্টটা তাদের জন্য।

Internet Protocol(IP) Address হলো একটি সংখ্যা বিশেষ যা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি Device এর জন্য নির্ধারিত।প্রতিটি IP Address হলো Unique, আপনি যখন একটি নির্দিষ্ট IP Address ব্যাবহার করছেন তখন আর সেটা অন্যকেউ ব্যাবহার করার সম্ভবনা নেই। IP Address দিয়ে Network ব্যাবহারকারীকে সনাক্ত করা যায়। আপনি যে
Internet ServiceProvider এর কাছ থেকে Internet সেবা পাচ্ছেন তারা এই IP Address এর মাদ্ধ্যমে আপনাকে আলাদা ভাবে সনাক্ত করতে পারবে। IP Address গুলো দেখতে ঠিক এরকমইঃ10.1.2.102 or 102.106.105.212 or 10.76.80.106 etc. আপনার IP Address কি ভাবে বের করবেন তার জন্য পরে ধারাবাহি ভাবে পোষ্ট করা হবে।আজ এ পর্যন্তই।ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

বুধবার, ৫ আগস্ট, ২০১৫

How many way to hacked your facebook ID


 আজ আপনাদের সামনে অনেক গুরত্তপূর্ণ পোষ্ট নিয়ে হাজির হলাম।
আমরা অনেকেই হ্যাকারের কবলে পরে আমাদের সাধের ফেসবুক আইডিটা হারিয়ে ফেলেছি।কিন্তু আপনারা কি জানেন কেন আপনার সাধের ফেসবুক আইডিটা হ্যাক হতে পারে? অনেকেই হয়তো জানে।জারা জানেনা তাদের জন্য।
ফেসবুক আইডি হ্যাক হওয়ার মূল কারন আপনি নিজেই।তাছাড়া কোন হ্যাকারের ক্ষমতা নেই আপনার ফেসবুক আইডি হ্যাক করে। তো চলুন আজ জানি কি ভাবে আপনার আইডি হ্যাক হওয়ার মূল কারন আপনি নিজেই হতে পারেন।

আইডি হ্যাকের কতিপয় কিছু কারনঃ
  • আপনারা অনেকেই আছেন যারা আপনার কোন বন্ধুর ফোনে বা কম্পিউটার থেকে ফেসবুক ব্রাউজ করেন। যখন লগিন করেন তখন ব্রাউজার টি আপনার কাছ থেকে আপনার User Name ও Password Save করে রাখার জন্য পার্মিশন চায়।তখন যদি আপনি yes  বাটনে চাপ দেন তাহলে আপনার Password সেই ব্রাজারে সেভ হয়ে যাবে।আর তখন আপনার বন্ধু ইচ্ছা করলেই আপনার Account এ Login করে Password টা চেঞ্জ করে আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে।
  • মনে করলাম আপনি আপনার বন্ধুর মোবাইলে অথবা কম্পিউটারে ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করার সময় password save permission চাওয়ার সময় No চাপলেন।কিন্তু Logout করতে ভুলে গেলেন।তাতেও আপনার Account হ্যাক করা যাবে।
  • মনে করলাম আপনি No চাপলেন এবং Logout ও করলেন।তাহলে কি আপনার Account হ্যাক করা যাবেনা? অবশ্যই যাবে।এ ক্ষেত্রে আপনাকে উক্ত ব্রাউজারের সকল History এবং Cookies ডিলেট করে দিতে হবে।তা নাহলে যদি ভালমানের কোন হ্যাকার হয় তাহলে আপনার cookies সংগ্রহ করে সেখান থেকে সে আপনার Username এবং password ক্র্যাক করে বের করতে পারবে।
  • ফেসবুক হ্যাকিং ভাল ও অন্যতম মাধ্যম হলো ফিসিং সাইট।হ্যাকার একটা ফিসিং সাইট তৈরি করে আপনার একাউন্টে একটা লিঙ্ক দিয়ে দিল।আপনি বোকার মত সেই লিঙ্কে ক্লিক করলেন।আর আপনার এই ছোট একটা ভুলের কারনে  আপনার Username ও Password হ্যাকারের বিছানো জালের সাহ্যায্যে mail এর মাদ্ধ্যমে হ্যাকেরর কাছে পৌছে যাবে।সুতরাং কোন সন্দেহ জনক লিংকে ক্লিক করা যাবে না। আর হ্যা ফিসিং সাইট গুলো এরকম হবে যে তাতে ক্লিক করলে দেখবেন হুবহু ফেসবুকের মতই একটা পেজ Open হবে।আর সেখানে যদি আপনি Login করেন তো তাহলে আপনার সাধের একাউন্ট শেষ।এই ভুল টা কেউ যদি ভুলেও করে ফেলেন তবে সাথে সাথে আপনার Password Change করে ফেলবেন।
 আরো বিভিন্ন কারন রয়েছে।তবে আপনার Username and Password কেউ জেনে গেলেও কেউ আপনার Account এ Login করতে পারবেনা।এব্যাপারে পুর্বে একটা টিউন করা হয়েছে।আপনারা ইচ্ছা করলে তা দেখতে পারেন।
দেখতে এখানে ক্লিক করুন।